
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ১৬ নং শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মো. আমির হোসেন (বাবুল) আজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি ২৫ মে ২০২৫ ইং, রবিবার দুপুর ১টা ১৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। জনাব বাবুল একজন সুদক্ষ, জনপ্রিয় ও মানবিক গুণে গুণান্বিত রাজনীতিক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পরবর্তী জানাজা বাদ এশা, রাত ৯টায় বানিয়াচং ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে শ্যামগ্রাম ইউনিয়নবাসী ও নবীনগর উপজেলার রাজনৈতিক, সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সুমন আহমেদ 










