
সুমন আহমেদ
রসুল্লাবাদ, জিনদপুর, লাউর ফতেপুর ও ইব্রাহিমপুর—এই চারটি ইউনিয়ন এবং নবীনগর পৌরএলাকার একাংশের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইব্রাহিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ৪০টি বিদ্যালয়ের ২২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মোট ৩২ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তিতে ১২ জন এবং সাধারণ বৃত্তিতে ২০ জন শিক্ষার্থী নির্বাচিত হবে।
বৃত্তি পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডা.মো. কামরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোমান চৌধুরী, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক দেলোয়ার হোসেন এবং নবীনগর উপজেলা বিএনপির সদস্য ওবায়দুল্লা সরকার।
পরীক্ষা কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করেন মাজেদুল ইসলাম, সহকারী শিক্ষক, কড়ুই বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ডা. হামদু মিয়া স্মৃতি শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লুৎফর রহমান স্বপন। এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য আলী মাহমুদুর রহমান রাছেল, বাবু প্রণব দাস, আবুল বাসার, মানিক মিয়া, আল আমিন খন্দকার, আজাদ মিয়া, ইকবাল, মারুফ, রিয়াজ বাদল সরকার, ইমন ও নাছির খন্দকারসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়ানোর লক্ষ্যে নিয়মিতভাবে এ শিক্ষা বৃত্তির আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রমকে আরও বিস্তৃত করে উপজেলা পর্যায়ে বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

সুমন আহমেদ 












