ট্রাক প্রতীকের নজুর প্রতি গণসমর্থনের স্পষ্ট প্রতিচ্ছবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নজুকে পরিচিত করতে আয়োজিত জনসভা শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সকাল থেকেই স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত দল বেঁধে সমাবেশস্থলে যোগ দিতে থাকেন।
দুপুরের পরপরই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ভিপি নুরুল হক নূর সভাস্থলে পৌঁছালে পুরো মাঠ মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে। নেতাকে এক নজর দেখতে চারদিক থেকে মানুষের ঢল নেমে আসে।
স্থানীয় যুবনেতা সাদেক বলেন,
“এতো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে বোঝা যায়, ট্রাক প্রতীককে নিয়ে মানুষের আগ্রহ কতটা গভীর।”
অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলাল আহমেদ বাদল জানান,
“নজু ভাই অনেক দিন ধরে এলাকার মানুষের সুখ–দুঃখে পাশে থেকেছেন। আজকের ভিড় সেই সম্পর্কেরই প্রতিফলন।”
গণ অধিকার পরিষদের নারী কর্মী রহিমা বেগম বলেন,
“যে নেতা মানুষের কথা মন দিয়ে শুনেন, মানুষ তার পাশেই থাকে। নজু ভাই সেই জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছেন।”
তরুণ ভোটারদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। স্থানীয় ব্যবসায়ী সুমন মিয়া বলেন,
“মানুষ এবার উন্নয়ন ও পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছে—আজকের সমাবেশে তা স্পষ্ট।”
তরুণ রবিউল বলেন,
“নজু ভাইয়ের পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণেই এত তরুণ সমর্থন এক জায়গায় এসেছে।”
হাজারো মানুষের উপস্থিতিতে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠজুড়ে তৈরি হওয়া এ পরিবেশকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা নজরুল ইসলাম নজুর প্রতি ব্যাপক গণসমর্থনের সুস্পষ্ট প্রতিচ্ছবি বলে মন্তব্য করছেন। তাদের মতে, এই জনসমাগম নজুকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে তৈরি হওয়া ইতিবাচক মনোভাবেরই বাস্তব চিত্র।