তারিখ ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার
নিজস্ব প্রতিবেদক,
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম নজু নবীনগর মডেল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুমন আহমেদ মাস্টার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও নবীনগর উপজেলা কমিটির সভাপতি এডভোকেট মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো.মোজাম্মেল হক এবং স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।
মতবিনিময় সভায় নজরুল ইসলাম নজু বলেন,
“এমপি হলে নবীনগরেই থাকব। এলাকার মানুষের অর্থ বাইরে পাচার করা হবে না। উন্নয়ন ও সেবা নিশ্চিত করাই হবে প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন—
“নবীনগরে একটি নতুন রাজনৈতিক ও উন্নয়নধারা প্রতিষ্ঠা করতে চাই।”
“শুধু দলের নয়, সব মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।”
“উপজেলার প্রায় ৬০ শতাংশ ভোটার কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নন। আমি বিশ্বাস করি, এ জনগোষ্ঠী ট্রাক প্রতীককে সমর্থন জানাবেন।”
সভা শেষে তাকে নবীনগর মডেল প্রেসক্লাবের আজীবন সদস্য হতে প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন।